1. iliycharman7951@gmail.com : admin :
চকরিয়া বরইতলী দাখিল মাদরাসায় ক্যাম্পেইনের  মধ্যদিয়ে অপরাজিতার বৃক্ষরোপণ ও চারা বিতরণ  - matamuhuri - মাতামুহুরী
শনিবার, ১০ জুন ২০২৩, ০৭:৪৭ পূর্বাহ্ন

চকরিয়া বরইতলী দাখিল মাদরাসায় ক্যাম্পেইনের  মধ্যদিয়ে অপরাজিতার বৃক্ষরোপণ ও চারা বিতরণ 

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৪৮ পঠিত
মেটা কমিনিউনিটি এক্সেলরেটর প্রোগ্রাম এর অন্তর্ভূক্ত অপরাজিতার সিআইপি কমিউনিটি ইনিশিয়েটিভ প্ল্যান এর দ্বিতীয়প্রজেক্ট  স্কুলক্যাম্পেইন গতকাল মঙ্গলবার  ২ মে সকাল ১১ টায় চকরিয়া উপজেলার বরইতলী দাখিল মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
অপরাজিতার কক্সবাজার জেলা প্রতিনিধি খাতুন রোহআফজা এর সঞ্চালনায় গ্রুপের এডমিন ইঞ্জিনিয়ার যারিন তাসনীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত  স্কুল ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরইতলী   ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান  আলহাজ্ব মুহাম্মদ ছালেকুজ্জামান। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরইতলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার আতিক উল্লাহ, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, প্রাক্তন ও বর্তমান শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন দক্ষিণ আধুনগর সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের  সহকারী  শিক্ষিকা  ইসরাত নিশাত। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন  অপরাজিতা এডমিন কলি নাহার। বক্তব্য রাখেন মডারেটর নাসরিন তাহের, মডারেটর সাজ্জাদ হোসেন।
আপরাজিতার গ্রুপের এডমিন ইঞ্জিনিয়ার যারিন তাসনীম সভাপতির বক্ত্যবে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া  নতুন প্রজন্মকেও বৃক্ষ রোপন, বারান্দা বাগান বা ছাদের উপর চারা লাগিয়ে  বাগান তৈরি করনে  উদ্বুদ্ধ করতে আমাদের এই প্রচেষ্ঠা। “বৈশ্বিক উষ্ণায়নের হাত থেকে সবাইকে রক্ষা পেতে গাছ লাগানোর কোন বিকল্প নেই” এই বার্তা ছড়িয়ে দিতেই অপরাজিতা স্কুল ক্যাম্পেইনের যাত্রা শুরু হয়। এরই অংশ হিসেবে ২০১৮ সাল থেকে  স্কুল – মাদ্রাসা সহ বিভিন্ন পর্যায়ে  বিনামূল্যে গাছ বিতরণ ও বৃক্ষ রোপণে কাজ করে যাচ্ছে অপরাজিতা।
অনুষ্ঠানের শেষে কর্মসূচির অংশ হিসাবে বরইতলী দাখিল মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের বনজ,ফলজও ঔষধী গাছের চারা বিতরণ করা হয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানের  মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY Iliaych