বাংলাদেশ সড়ক ও পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য শাহাজাহান খান এমপির নেতৃত্বে মহান মে দিবসের বনার্ঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ মে দিবসের সকালে হাজার হাজার মেহনতি মানুষ রঙ্গিন ব্যানার, ফেস্টুন নিয়ে হাজির হয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে মতিঝিল বক চত্বরে গিয়ে র্যালীটি শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাদ্যযন্ত্রের তালে তালে রঙ্গিন ব্যানার, ফেস্টুন, হাতি, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ির শোভা যাত্রায় মহান মে দিবসের র্যালীটি জমকালো হয়ে উঠে। র্যালি শেষে রগ চত্বর অস্থায়ী মঞ্চে বাংলাদেশ সড়ক ও পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওসমান আলী খানের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে শাহাজাহান খান এমপি বলেন, ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য সকলের প্রতি উদ্ধাত্ত আহবান জানান। তিনি ১৮৮৬ সালের ১ মে আত্মত্যাগকারী শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, শ্রমিকরা হচ্ছে উন্নয়নের চাবিকাঠি। শ্রমিকরা ভাল থাকলে উৎপাদন বাড়বে, আর উৎপাদন বাড়লে দেশের উন্নয়ন নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে দেশ বদলে যাচ্ছে। সর্বক্ষেত্রে উন্নয়নের ছোয়া লেগেছে। দেশ স্বাধীনতার পর থেকে এতো উন্নয়ন, কোন সরকার করতে পারেনি। যোগ্য নেতৃত্বে বিশে^াবাসীর কাছে নেত্রীর গ্রহণ যোগ্যতা বৃদ্ধি পেয়েছে। এসময় বক্তব্য রাখেন, দক্ষিণ চট্টগ্রামের জনপ্রিয় শ্রমিক নেতা ও চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী। এছাড়াও সমাবেশে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ##