1. iliycharman7951@gmail.com : admin :
আলীকদমে চৈক্ষ্যং বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু - matamuhuri - মাতামুহুরী
শনিবার, ১০ জুন ২০২৩, ০৬:৩১ পূর্বাহ্ন

আলীকদমে চৈক্ষ্যং বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু

লামা প্রতিনিধি :
  • আপডেট : বুধবার, ৩ মে, ২০২৩
  • ৬৭ পঠিত
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ মে, ২০২৩ ইং) সন্ধ্যার দিকে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো–রেপারপাড়ি বাজার এলাকার বাসিন্দা মনজুর আলমের ছেলে রিফাতুল ইসলাম (৭) ও মনির আহমদের আড়াই বছর বয়সী ছেলে ফজলুল করিম ফাইজাম।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা ৬টার দিকে রিফাতুল  ইসলামও ফাইজাম বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে খেলারচ্ছলে বিদ্যুতায়িত মোটর সংযোগের সাথে স্পৃষ্ট হয়ে গুরুরতর আহত হয় তারা। পরে স্বজনরা লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে আনার আগেই ওই দুই শিশু মৃত্যু হয় বলে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্নেক্সের দায়িত্বরত চিকিৎসক ছলিমা খানম রুপা জানিয়েছেন।
এ ব্যাপারে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাস্থল আলীকদম উপজেলায় হওয়ায় বিষয়টি আলীকদম থানা পুলিশের অফিসার ইনচার্জকে জানান হয়েছে। এ বিষয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY Iliaych