আজ শুক্র ও কাল শনিবার কক্সবাজারে বসছে বলী খেলার ৬৮ তম আসর। এবারের বলী খেলার সম্প্রতী জব্বারের বলী খেলার চ্যাম্পিয়ন সহ অনেক নামীদামী বলীরা অংশ নেবে। কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ডিসি সাহেবের বলী খেলা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বলী খেলা আয়োজক কমিটির সদস্য সচিব জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন।
এতে বলা হয় কক্সবাজারের কৃষ্টি এবং সংস্কৃতিক অংশ বলী খেলা, এই বলী খেলা গ্রাম বাংলার মানুষের মাঝে একটি নর্মল আনন্দের নাম। তাই বলী খেলাকে সফল করতে আমরা সার্বিক প্রস্তুতি গ্রহন করেছি। আর যদি বৈরি আবহাওয়ার কারনে মাঠে কোন সমস্যা হয় তাহলে প্রয়োজনে সময় পেছানো হবে।
এতে আরো বক্তব্য রাখেন কক্সবাজারেরর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিভীষন কান্তি দাশ। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তাপ্তি চাকমা,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন।
এ সময় আয়োজক কমিটি বলেন, এবার বলীদের সম্মানী বাড়ানো হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রায় ৩০০ বলী অংশ নেওয়ার কথা রয়েছে। এতে আরো উপস্থিত ছিলেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, ডিএসএ সদস্য সাংবাদিক এম আর মাহবুব, জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক শফি উল্লাহ শফি প্রমুখ।