কক্সবাজারের চকরিয়ায় দুর্ধর্ষ সন্ত্রাসী ৯ মামলার পরোয়ানাভুক্ত আসামী কলিম উল্লাহকে (৪০) গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার সময় ডুলাহাজারা ডুমখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কলিম উল্লাহ উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড পূর্ব ডুমখালী এলাকার ছগির আহমদের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, কলিম উল্লাহ ডুমখালী এলাকা অবস্থান করছে এমন সংবাদ পেয়ে মঙ্গলবার চকরিয়া থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ৬টি বন মামলা ও ৩টি ডাকাতি মামলা রয়েছে। তিনি ওই এলাকার একজন চিহ্নিত দুর্ধর্ষ সন্ত্রাসী।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, কলিম উল্লাহ একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে ডাকাতি ও বন মামলাসহ ৯টি মামলা রয়েছে। বুধবার বিকালে তাকে আদালতে পাঠানো হলে বিচারক জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।