চকরিয়া উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে যাকাত ফান্ড থেকে ২০২২-২৩ অর্থ বছরের বরাদ্দকৃত এক লক্ষ চব্বিশ হাজার টাকা বিতরণ করা হয়েছে । গৃহ মেরামত, কর্মসংস্থান ও ব্যবসাসহ বিভিন্নজনের আবেদনের প্রেক্ষিতে সর্বমোট ৩৩ জন উপকারভোগীদের মাঝে এই অর্থ ও বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয় । এরমধ্যে ৪ জনকে ছাগল, ১জনকে সেলাই মেশিন ও ২৮ জনকে নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান । ২৪মে (বুধবার) বিকাল ৪টায় চকরিয়া উপজেলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন চকরিয়া উপজেলার সুপারভাইজার মাওলানা মোহাম্মদ আমির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, কেয়ারটেকার মীর মোশারফ হোসেন, মাওলানা তাজুল ইসলাম সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।