1. iliycharman7951@gmail.com : admin :
মাহাবুবুর রহমানকে বিজয় করতে চকরিয়া উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়রের নেতৃত্বে ব্যাপক গণসংযোগ ও পথসভা - matamuhuri - মাতামুহুরী
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :

মাহাবুবুর রহমানকে বিজয় করতে চকরিয়া উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়রের নেতৃত্বে ব্যাপক গণসংযোগ ও পথসভা

বিশেষ প্রতিবেদক ::
  • আপডেট : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ২৪৩ পঠিত

আগামী ১২ জুন কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরীকে বিজয় করতে চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী ও পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীর নেতৃত্বে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কলাতলী, সুগন্ধা পয়েন্ট ও ঝিনুক মার্কেট এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন।

এসময় তারা বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কাছে বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন। মেয়র প্রার্থী মাহাবুবুর রহমানের নৌকা প্রতীকের লিফলেট ও উন্নয়নের নানা ফিরিস্থি পৌছে দেন।

 

কক্সবাজার পৌরসভাকে আধুনিক ও আর্ন্তরজাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে মেয়র প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরীর বিকল্প নেই। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকা প্রতীক বিজয় করার

পৌরবাসীর প্রতি আহবান জানান তারা। চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাবেক বাণিজ্য বিষয়ক সম্পাদক খালেদ মিথুন, মিজানুর রহমান, চকরিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা পরিমল বডুয়া, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, আমান উদ্দিন, ছাত্রলীগ নেতা সাজ্জাদ ও ওসমান গণসংযোগে অংশগ্রহণ করেন।

এদিকে রাত ৯টার দিকে ঝিনুক মার্কেট এলাকায় আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মাহাবুবুর রহমানের সমর্থনে সৈকত ঝিনুক শিল্প বহুমুখী সমবায় সমিতি লি: পথসভার আয়োজন করেন। নেতৃবৃন্দরা গণসংযোগ শেষে ওই পথসভায় যোগদান করেন। সেখানে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক বর্তমান মেয়র মুজিবুর রহমান সহ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY Iliaych