1. iliycharman7951@gmail.com : admin :
কক্সবাজারে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ আন্ত: ইউনিয়ন ফুটবল চ্যাম্পিয়ন ভারুয়াখালী - matamuhuri - মাতামুহুরী
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :

কক্সবাজারে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ আন্ত: ইউনিয়ন ফুটবল চ্যাম্পিয়ন ভারুয়াখালী

মাহবুবুর রহমান, কক্সবাজার ::
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১০৮ পঠিত

সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন, ফুটবল খেলা গায়ে শক্তি সৃষ্টি করে। মানুষকে সাহসী করে তোলে। ফুটবল মানুষের মধ্যে গতি বাড়িয়ে দেয়, চ্যালেঞ্জিং মনোভাব সৃষ্টি করে এবং সাহসী মানসিকতা সম্পন্ন মানুষ তৈরি করে। ফুটবলকে ভালোবাসো, ফুটবলকে ধরে রাখো। মাদক ও খারাপ মানুষ থেকে দূরে থাকো এবং জননেত্রী শেখ হাসিনার পাশে থাকো। বৃহস্পতিবার (৮ জুন) বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট (বালক অনূর্ধ্ব-১৭) ফুটবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ভারুয়াখালী ইউনিয়ন ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে। খেলার নির্ধারিত সময়ে ভারুয়াখালী ইউনিয়ন ফুটবল দল ১-০ গোলে ইসলামপুর ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে।
কক্সবাজার সদর উপেজলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ফুটবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এড. জসিম উদ্দীন।
বর্তমান বাংলাদেশে ফুটবল খেলার উন্নয়নে শেখ হাসিনার অনন্য ভূমিকা রয়েছে উল্লেখ করে সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, বঙ্গবন্ধু ভালো ফুটবলার ছিলেন, ফুটবলকে ভালোবাসতেন। ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের হয়ে ফুটবল খেলতেন বঙ্গবন্ধু। তাই গ্রামাঞ্চল থেকেও যেন ফুটবলার সৃষ্টি হয়, সেই জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অনূর্ধ্ব-১৭ ফুটবল খেলা আয়োজন করা হয়েছে।
এমপি কমল আরও বলেন, ফুটবল গোল দেয়ার খেলা। তোমাদের গোল দেয়ার অভ্যাস রাখতে হবে। মাথা ঠান্ডা করে খেলবে। শুধু ফুটবল নয়, ইনশাআল্লাহ যে কোন জায়গায় জিতে যাবে তোমরা। যারা খেলাধুলা পারেনা, তারা এলাকায় মানুষের প্রিয় হয়ে থাকতে পারে না।সাংবাদিক এম আর মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অন্ষ্ঠুানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারুয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন, ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নুরুল আলম, কক্সবাজার সদর উপেজলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, যুগ্ন সম্পাদক খালেদ আজম বিপ্লব, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ শহীদ, কক্সবাজার সদর উপেজলা প্রেসক্লাব সভাপতি মাহাবুবুর রহমান, সাংবাদিক ছৈয়দ আলম, সাবেক ফুটবলার মোহাম্মদ হানিফ, জাহাঙ্গীর আলম, জাহেদ,খালেদ হোসাইন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

© All rights reserved © 2019 LatestNews
Theme Customized BY Iliaych