আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন কক্সবাজারের প্রথম মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০ জুলাই সকাল ১০ টায় কক্সবাজার সদর উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে নির্মিত জেলার প্রথম মডেল মসজিদ উদ্বোধনী গণভবন থেকে ভারচুয়ালি যুক্ত সারাদেশের ৫০ টি মডেল মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্টা করেছেন, ঢাকার কাকরাই মসজিদের জমি দিয়েছেন, মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠন করেছেন, ওআইসির সদস্য পদ নিয়েছেন,পুরো বিশ্বে বাংলাদেশ এবং ইসলামকে প্রচার প্রসারে ভুমিকা রেখেছেন। পরবর্তীতে আমি সরকারে আসার পরে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ করেছি, মাদ্রাসা বোর্ডকে আরো শক্তিশালী করেছি, মূল শিক্ষা ব্যবস্থার সাথে মাদ্রাসা শিক্ষাকে একিভুত করেছি, ক্ওমি শিক্ষাকে জাতীয় মান দিয়েছি, দ্ওারা হাদিকে মাস্টার্স মান দিয়েছি, সারা দেশের আলেম ওলামাদের নিয়মিত সম্মানীর ব্যবস্থা করেছি। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সারাদেশে ৫৬৫ টি মডেল মসজিদ নির্মাণ করে একটি নতুন অধ্যায় সূচনা করতে যাচ্ছি। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকা কালে দেশে জঙ্গিবাদ সৃষ্টি করেছে আর আওয়ামী লীগ দেশের উন্নতি করেছে। এটা সবাইকে বুঝতে হবে।
রোববার ৩০ জুলাই ভিডিও কনফারেন্সে উক্ত উদ্বোধনী অনুষ্টানে আরো বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান। ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো: আবদুল হামিদ জমাদ্দার। সঞ্চালন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব মো: তোফাজ্জেল হোসেন মিয়া।
এদিকে র্নিধারিত বক্তব্য শেষে প্রধানমন্ত্রী কক্সবাজার সদর উপজেলা এবং খুলনার ফুলতলা উপজেলার সাথে যুক্ত হন। এ সময় কক্সবাজার সদর উপজেলার নির্বাহী অফিসার মো: জাকারিয়া কক্সবাজার মডেল মসজিদ নির্মাণ সহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করে বক্তব্য রাখেন। এছাড়া শহরের বিশিষ্ট ব্যবসায়ি জেবর মুল্লুক, জেসমিন আক্তার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম,সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহামদ, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড.ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মো: মুজিবুল ইসলাম, কক্সাবাজার ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফাহমিদা বেগম সহ কক্সবাজার মুক্তিযুদ্ধা সংসদের কমান্ডার সহ বিভিন্ন রাজনৈতিক এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।