দেশব্যাপী আন্দোলনের নামে জামাত বিএনপির হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে লামা উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০শে জুলাই) বেলা ১১ টায়
লামা উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে থেকে বিক্ষোভ মিছিলটি লামা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে লামা চৌরঙ্গী মোড়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মার সভাপতিত্বে জামাত-বিএনপির দেশব্যাপী আন্দোলনের নামে হত্যা, অগ্নিসংযোগ, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সহ-সভাপতি মো. মোস্তফা জামাল, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ।
এসময় আরও অংশ নেন বান্দরবান জেলা আ. লীগের সহ সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, মহিলা আ. লীগের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল, উপজেলা আ.লীগের সহ-সভাপতি প্রশন্ন ভট্টাচার্য, বিজয় আইচ, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, মিন্টু কুমার সেন, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর, পৌর আ. লীগের সভাপতি মো. রফিক, সম্পাদক বাসু পালিত, মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, মো. জাহেদ উদ্দীন প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী জামাত শিবির ও বিএনপি’র আন্দোলনের নামে দেশব্যাপী অগ্নিসংযোগ নৈরাজ্য, হত্যা ও ষড়যন্ত্রের প্রতিবাদ করে আগামী দিনে এই অপশক্তিকে রাজপথে মোকাবেলা অঙ্গীকার করেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।