চকরিয়া উপজেলার পূর্ববড়ভেওলা ইউনিয়নে জেলে পরিবারের মাঝে চাল বিতরণে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। প্রত্যেক পরিবারকে ৩০ কেজি চাল বিতরণের নিয়ম থাকলেও পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা তা মানছে না। তারা প্রতি জেলে পরিবারকে ৩০ কেজির পরিবর্তে ২৭ কেজি চাল দিচ্ছেন। কাউকে ২৬ কেজি আবার কাউকে ২৮ কেজি চাল দিচ্ছেন। তাৎক্ষনিক প্রতিবাদ করলেও অনেক জেলে পরিবারকে তাড়িয়ে দিচ্ছেন বলে অভিযোগ করেন তারা।
গত ৩০ জুলাই দুপুর ১২টার দিকে এমন চিত্র দেখে গেছে চকরিয়া উপজেলার পূর্ববড়ভেওলা ইউনিয়ন পরিষদে।
গরীব ও হতদরিদ্র জেলে পরিবার গুলো জানান, জেলে সম্প্রদায় গুলো সমুদ্রে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করেন। সমুদ্রে মাছ ধরা তাদের একমাত্র পেশা। সরকার নির্দিষ্ট সময়ে মাছ ধরা নিষিদ্ধ করলে পরিবার পরিজন নিয়ে চলা কঠিন হয়ে পড়ে। বর্তমান সরকার ইউনিয়ন পরিষদের মাধ্যমে জেলে পরিবার গুলোকে চাল বরাদ্দ দিচ্ছেন। বরাদ্দের চাল দুই দফা বিতরণ করা হয়।
তারা আরও বলেন, প্রথম কিস্তিতে ৫৫ কেজি চাল দেওয়ার নিয়ম থাকলেও সেখানেও অনিয়ম করে ৫২ কেজি চাল দিয়েছেন। এবারও জনপ্রতি ৩০ কেজি চাল বিতরণের নিয়ম রয়েছে। কিন্তু ওজনে কম দিচ্ছেন। চাল কম দেওয়ার কথা চেয়ারম্যানকে জানালেও তিনি বিষয়টি আমলে নিচ্ছেন না।
এদিকে চাল কম দেওয়ার প্রতিবাদে পরিষদের সামনে বিক্ষোভ করেন জেলে পরিবার গুলো। তারা জড়িত ব্যক্তিদের শাস্তি দাবী করেন। বিক্ষুব্ধ জেলে পরিবারের লোকজন মিছিল সহকারে তাৎক্ষণিক স্থানীয় ইউনিয়ন পরিষদে গিয়ে চাল বিতরণে কম দেওয়ার বিষয়টি ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছেন।
চাল বিতরণে কম দেওয়ার বিষয়টি অবগত হয়েছেন বলে জানান ইউপি চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না। তিনি বলেন, আমি প্রতিজন জেলেকে ৩০ কেজি করে চাল বিতরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু চাল পরিমাপের সময় নিয়োজিত শ্রমিকরা বালতি মেপে চাল দিয়েছেন।
ইউপি চেয়ারম্যান বলেন, কম দেওয়া জেলে পরিবারকে পুনরায় চাল গুলো পুষিয়ে দেওয়ার কথা জানান তিনি।
স্থানীয় বাসিন্দা কামরুজ্জামান সোহেল জানান, জেলে পরিবার গুলোকে ৩০ কেজি চাল বিতরণের নিয়ম রয়েছে। কিন্তু চাল বিতরণের ক্ষেত্রে কম দেওয়া হচ্ছে। চাল বিতরণে অনিয়ম করা হয়েছে। ঘটনায় জড়িতদের শাস্তি দাবী করেন তিনি।
বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান। তিনি বলেন, প্রত্যেক জেলেকে ৩০ কেজি চাল দেওয়ার নিয়ম রয়েছে। যদি চাল বিতরণে অনিয়ম হলে আইনানুগ ব্যবস্থা দেওয়া হবে জানান তিনি।