মাতামুহুরী পত্রিকা ২৩ বছরে পর্দাপন
গণমানুষের মুখপাত্র হিসেবে মাতামুহুরী পত্রিকাটির সুনাম অর্জন করেছে। তথ্য প্রযুক্তির যুগে চ্যালেঞ্জ মোকাবেলায় পত্রিকাটি এগিয়ে যাচ্ছে। মফস্বলে শহরে নিয়মিত পত্রিকা প্রকাশিত হওয়া কঠিন। সেখানে মাতামুহুরী পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হচ্ছে। ধীরে ধীরে পত্রিকাটি ২২ বছর পেরিয়ে এখন ২৩ বছরে পর্দাপণ করেছে।
২ সেপ্টেম্বর বিকাল ৪টায় চকরিয়া পৌরশহরে নিজস্ব কার্যালয়ে মাতামুহুরী পত্রিকার ২৩ বছর পূর্তি উপলক্ষে নানা অনুষ্ঠান পালন করেছে। এদিন পত্রিকাটির সকল সংবাদকর্মী ও পেশাজীবিদের নিয়ে আনুষ্ঠানিকভাবে কেককাটা হয়। বিকাল চারটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মাতামুহুরীর নিজস্ব কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করতে আসেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এরপর শ্রেণিপেশার মানুষ সম্পাদকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে আসা অতিথিরা পত্রিকাটির ভবিষ্যৎ সফলতা কামনা করেছেন।
বর্ষপূতি অনুষ্ঠানে বক্তারা বলেন, মাতামুহুরী পত্রিকাটি এখন অনলাইনের পাশাপাশি ভিডিও নিউজের কনটেইন তৈরী করে পাঠকের কাছে দ্রæত খবর পৌছে দিচ্ছেন। মুহুর্তের খবর মুহুর্তেই পৌছে দিতে এক ঝাক তরুণ সংবাদকর্মী নিরলসভাবে কাজ করছেন। বিশেষ করে সত্য সংবাদে আপোষহীণ হতে পারলে পত্রিকার জনপ্রিয়তার জন্য ভাবনার প্রয়োজন হয় না।
মাতামুহুরী পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, পত্রিকাটির সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক, সাংবাদিক আবুল কালাম আজাদ, সাংবাদিক জিয়াবুল হক, সাংবাদিক আবদুল মজিদ, সাংবাদিক আবদুল মতিন চৌধুরী, সাংবাদিক হাবিব উল্লাহ, সাংবাদিক নুরুদ্দোজা, সাংবাদিক মোস্তফা কামাল, সাংবাদিক আরফাত চৌধুরী, সাংবাদিক ইউছুফ বিন, সাংবাদিক রাজু দাশ। এসময় শুভেচ্ছা বিনিময় করেন গণমাধ্যমকর্মী রুবেল খান, শফিউল করিম সবুজ, শহিদুর রহমান ও শোয়াইবুল ইসলাম।