দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী চকরিয়া উপজেলার কাকারাস্থ হজরত শাহ ওমর আউলিয়া (রহঃ) মাজার ওয়াকফ এস্টেট এর ১নং যুগ্ম অফিসিয়াল মতোয়াল্লী নিয়োগ পেয়েছেন আলহাজ্ব মৌলানা ইদ্রিছ আহমদ। তিনি বিগত ১৩/০১/১৯৯৭ইং হইতে হজরত শাহ ওমর আউলিয়া (রহঃ) মাজার ওয়াকফ এস্টেট এর অফিসিয়াল আদেশে সহ মতোয়াল্লী হিসেবে সততার সহিত দায়িত্ব পালন করে আসতেছেন।
গত ২৯ আগস্ট ২০২৩ইং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের কার্যালয় ৪ নিউ স্কাটন রোড ঢাকা-১০০০ তাহার স্মারক নং ১৬০২০০০০০০৫৩১৫২৮২৩ মূলে আলহাজ্ব মৌলানা ইদ্রিছ আহমদকে ১নং যুগ্ম অফিসিয়াল মতোয়াল্লী নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি হজরত শাহ ওমর আউলিয়া (রহঃ) মাজার ওয়াকফ এস্টেটের ১নং যুগ্ম অফিসিয়াল মতোয়াল্লী হিসেবে উক্ত সম্মাননা পাওয়ায় মহান আল্লাহর কাছে লাখো শোকরিয়া জ্ঞাপন করেন। অর্পিত মূল্যবান দায়িত্ব পালনে সকলের কাছে দোয়া কামনা করেছেন।