চকরিয়ার কোনাখালীতে এক প্রবাসীর জমি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে চাঁদাবাজ চক্র। ওই চক্রটি নানাভাবে হুমকি ধমকি দিয়ে যাচ্ছেন। এনিয়ে দখলবাজের বিরুদ্ধে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
প্রবাসী নেজাম উদ্দিনের স্ত্রী রোকেয়া বেগম জানান, চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আবদুল হাকিম পাড়ায় পরিবার পরিজন নিয়ে বসবাস করছি। ওই এলাকায় তাদের পরিবারের ক্রয়কৃত প্রায় আড়াই কানি জমি রয়েছে। ওই জমি দীর্ঘদিন ধরে ভোগ দখলে রয়েছি। সম্প্রতি জায়গা জমির দাম বেড়ে যাওয়ায় লোলুপ দৃষ্টি পড়ে একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আবদুল হাকিম পাড়ার নুর আহমদের পুত্র চাঁদাবাজ কাইছার উদ্দিন বাট্টুর। তার অত্যাচারে এলাকাবাসি অতিষ্ঠ হয়ে পড়েছে। বাট্টুর বিরুদ্ধে নানা অপরাধের একাধিক মামলাও রয়েছে। বাট্টুর নেতৃত্বে তাদের জমি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। ইতোমধ্যে বেশ কয়েকবার হানা দিয়েছে।
তিনি আরও জানান, কোনাখালীঘোনা মৌজার নামজারী ও জমাভাগ ৬০০, ৬১৫ ও ১২৮৯ নং খতিয়ানের প্রায় আড়াই কানি জমি দখল করতে হুমকি ধমকি দিচ্ছেন। গত ৫ সেপ্টেম্বর কাইছার হামিদ বাট্টু ও তার লোকজন তাদের বাড়িতে গিয়ে চাঁদা দাবী করে। চাঁদা না দিলে জমি দখল করবে বলে বকাঝকা করেন।
গত ৭ সেপ্টেম্বর বিকাল তিনটার দিকে চাঁদাবাজ চক্রটি চাষাবাদে বাধাগ্রস্থ করে। তারা চাষীদের জমি থেকে তুলে দিয়েছে। চাঁদাবাজদের দাবীকৃত ৪০ হাজার টাকা না দিলে কোনধরণের চাষাবাদ করতে দেবে না বলে হুমকি দিয়ে চলে যান। এমতাবস্থায় তার পরিবার পরিজন নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন। গত ৭ সেপ্টেম্বর কাইছার হামিদ বাট্টুর নাম উল্লেখ করে চকরিয়া থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে প্রবাসী পরিবারটি।