নিজ অর্থায়নে প্রতিবন্ধী খালেদা বেগমকে বাড়ি করে দিলেন চকরিয়া পৌরসভা ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মুজিবুল হক মুজিব।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পূর্ব কোচপাড়া ৮ নং ওয়ার্ড তৈরি করা বাড়ি বুঝিয়ে দেন।
তিনি ১ সপ্তাহ পূর্বে প্রতিবন্ধী খালেদা বেগমকে বাড়ি করে দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এরইমধ্যে নিজ অর্থায়নে টিনশেড বাড়ি করে বাড়ির মালিক খালেদা বেগমকে বুঝিয়ে দেন। প্রতিবন্ধী ও বিধবা খালেদার পরিবারে দুই শিশু রয়েছে। বর্তমানে কোনরকম দু:খ কষ্টে দিন যাপন করছে।
কাউন্সিলর মো মুজিবুল হক মুজিব বলেন, আমি সবসময় অসহায়, দরিদ্র, অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। দুঃখী মানুষের কষ্ট সহ্য করতে পারি না, এজন্য খবর পেলেই ছুটে যাই। ২০-৩০ বছর ধরে রোদ বৃষ্টি অপেক্ষা করে খুবই কষ্ট জীবন যাপন করার খবর পেয়ে ততক্ষণাৎ খালেদার বাড়ি পরিদর্শন করি। তার অবস্থা দেখে আমাকে হতাশা করেছে। গরীব অসহায় মানুষের আর্তনাদ দেখে বসে থাকতে পারি না। প্রতিবন্ধী খালেদা বেগমের জন্য সহযোগিতা অব্যাহত থাকিবে।
খালেদা বেগম সাংবাদিককে বলেন, কাউন্সিলর মুজিব আমাকে বাড়ি করে দিয়েছে। তাতে আমি অনেক খুশি হয়েছি। নামাজ পড়ে দোয়া করব। ২০ বছর ধরে কাকের বাসার মতো বাড়িতে জীবন যাপন করে আসছি। আমার স্বামী নেই। দুটি সন্তান আছে। আব্দুল্লাহ আল মাসুম (৫), নুসাইবা জন্নাত তাকওয়া (৩) কে বর্তমানে খুবই কষ্টে জীবন যাপন করতেছি। এসময় পাশে এসে দাঁড়ানোর জন্য মুজিবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।