চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা এলাকায় সাবেক সিএসপি কর্মকর্তা এমএ গণির জায়গাা দখল নিতে মরিয়া হয়ে উঠেছে স্থানীয় প্রভাবশালীমহল। ওই মহলটি এমএ গণির জায়গায় জোরপূর্বকভাবে বাড়ি নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। এতে প্রতিবাদ করলে উল্টো প্রাণনাশের হুমকি ধমকি দিচ্ছেন বলে জানিয়েছেন এমএ গণির স্ত্রী নাজমা সোলতানা ও তার পুত্র মোহাম্মদ নাফিজ গণি। এব্যাপারে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের কাহারিয়া ঘোনা সিকদার পাড়ার বাসিন্দা জাতীয় ক্রীড়া ব্যক্তিত্ব মৃত এমএ গণির একমাত্র ছেলে মোহাম্মদ নাফিজ গণি জানান, তার বাবা একজন সফল রাজনীতিবিদ ছিলেন। পাশাপাশি পাকিস্তান সচিবালয়ের প্রথম শ্রেণির সিভিল সার্ভিস অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও নানা সামাজিক কর্মকান্ডে নিয়োজিত ছিলেন তিনি।
তিনি আরও বলেন, পাঁচ বছর পূর্বে তার বাবা মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুর পর তার স্মৃতি ধরে রাখার জন্য মা নাজমা সোলতানার নামীয় ১০কড়া জমিতে একটি কল্যাণ ট্রাস্ট ও ফাউন্ডেশনের কার্যালয় তৈরীর সিদ্ধান্ত নেওয়া হয়। এরইমধ্যে বসতভিটার পাশে জায়গাও নির্ধারণ করা হয়।
সম্প্রতি ওই জায়গার উপর লোলুপ দৃষ্টি পড়ে স্থানীয় প্রভাবশালী একজন ব্যক্তির। ওইব্যক্তি এমএ গণির জায়গা দলবল নিয়ে বাড়ি নির্মাণ পায়তারা করছেন। সেখানে নির্মাণ শ্রমিক দিয়ে কাজ শুরু করেছেন। অনেকটা জোরপূর্বকভাবে বাড়ি নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন ওই প্রভাবশালী ব্যক্তি। এর প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি দিচ্ছেন এমএ গণির পরিবারকে।
মোহাম্মদ নাফিজ গণি বলেন, দখলবাজ চক্রটি কোন আইন কানুন মানছে না। তার জমি দখলের প্রতিবাদ করায় বেশ কয়েকটি তাকে মামলাও দিয়েছেন। এবিষয়ে কথা বললে আরও মামলা দেবে বলে বকাঝকা করছে বলে জানান তিনি।