কক্সবাজারের সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল লতিফের মালিকানাধীন চকরিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের সবুজ বাগস্থ বাটিতে পার্শ্ববর্তী আট তলা ভবন থেকে ময়লা আবর্জনা ফেলানোর অভিযোগ উঠছে। এনিয়ে আবদুল লতিফ ও তার স্ত্রী পুত্র ময়লা না ফেলতে নিষেধ করলে ভবন মালিকের ভাই নাজেম উদ্দীন তাদেরকে নানা ভয়ভীতি সহ প্রাণ নাশের হুমকি দিয়েছে। নাজেমের হুমকিতে অসহায় হয়ে পড়েছে শিক্ষক পরিবারটি।
মাস্টার আবদুল লতিফ জানান, পৌরসভার সবুজবাগে নিজস্ব জায়গায় সেমিপাকা ঘর করে বসবাস করছেন তিনি। তার ঘরের পাশাপাশি প্রবাসী জকরিয়ার মালিকানাধীন আট তলা ভবন রয়েছে। তিনি অভিযোগ করেন, জকরিয়ার ভবন থেকে ভাড়াটিয়ারা প্রতিদিনই তার বাসা এবং ঘেরাতে নোংরা ময়লা ও আবর্জনা ফেলছেন। এসব আবর্জনা ও ময়লা লতিফ মাস্টারের চালায় উঠান ও গাছপালায় পড়ে মারাত্মক পরিবেশের ক্ষতি করছে। এমনকি তার পরিবার এ নিয়ে ভীষন উদ্বীগ্ন। ভবন মালিককে নিষেধ করার পর উল্টো ক্ষেপে গিয়ে প্রবাসী জকরিয়ার ভাই নাজেম অকথ্য ভাষায় গালিগালাজ ও নানা হুমকি ধমকি দিচ্ছে লতিফ মাস্টারকে। তাই তিনি প্রশাসন সহ সকলের কাছে বিচার দাবী করছেন।