সম্মেলন পরবর্তী জাতীয় শ্রমিক লীগ লামা উপজেলা শাখা শ্রমিক লীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে ৫ টায় অনুমোদিত কমিটির নেতৃবৃন্দ বান্দরবানস্থ পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি এর বাসভবনে সৌজন্যে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি বান্দরবান জেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ মুছা কোং, সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম ,যুগ্ম সম্পাদক ওসমান গণি রানা, মোঃ আজম খান।
আরও লামা উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক মো. শাহেদ উদ্দীন, সহ সভাপতি এনায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক হারাধন শীল, ধর্ম বিষয়ক সম্পাদক কবির হোসেন, পৌর শ্রমিক লীগের সভাপতি উশৈথোয়াই মার্মা, সম্পাদক মো. শামীম, সাংগঠনিক সম্পাদক মো. সুজন, লামা সদর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হাফেজ জাফর আলমসহ প্রমূখ।
প্রসংগত, দলের সাংগঠনিক তৎপরতা জোরদার করার লক্ষ্যে ২২ সেপ্টেম্বর,২৩ ইং,আগামী তিন বছরের জন্য লামা উপজেলা শ্রমিক লীগের ৪৫ (পয়তাল্লিশ) সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি জাতীয় শ্রমিকলীগ, বান্দরবান জেলা শাখার সভাপতি মো. মুছা কোং ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।